No child categories available.
No child categories available.
No child categories available.
ত্রিপল ই টেক বিডি (এইচ&এম করপোরেশন বিডি)
অনলাইন শপের সম্মানিত সকল ক্রেতা সাধারনকে স্বাগতম ও প্রান ঢালা অভিনন্দন , আসসালামু আলাইকুম। সম্মানিত ক্রেতা সাধারন আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সাধারনত আমাদের অডার গুলো ২৪/৪৮ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে। আপনি যদি নুন্যতম ৫,৯৯৯ টাকার পণ্য ক্রয় করতে আগ্রহী হন তবে আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দাওয়া হইবে। আমাদের সাপ্তাহিক কনো বন্ধ নাই। যে কোন প্রজেক্ট এর ক্ষেত্রে আমরা শুধু মাত্র প্রজেক্ট ক্ষেত্রে সাধারণত ৫০% এডভান্স নিয়ে থাকি।
*আমাদের শুধু মাত্র রোবটিক্স প্রডাক্ট এর ক্ষেত্রে প্রোডাক্টটি (DIY)-Do it Yourself প্রোডাক্ট। যা বেশিরভাগ সময় প্রোগ্রামিং, সোল্ডারিং এবং ইলেকট্রিক সংযোগ করা লাগে। তাই এসব প্রোডাক্ট এর ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি দেয়া হয় না। অর্ডার করার সময় এই শর্ত মেনে নিয়েই আপনাকে অর্ডার দিতে হবে।
* শুধু মাত্র রোবটিক্স প্রডাক্ট এর ক্ষেত্রে কেনার পরে প্রোডাক্টটি নষ্ট অথবা কাজ করে না এই ধরণের অভিযোগ গ্রহণযোগ্য নয়। আর এই সব প্রোডাক্ট এর ক্ষেত্রে আমরা বাহিরের সাপ্লিয়ারের কাছ থেকে কোনো ওয়ারেন্টি পাই না। সুতরাং এই শর্ত মেনে আপনাকে কিনতে হবে। আর আর অন্যান্য প্রডাক্ট এর ক্ষেত্রে। ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্ট খুলে চেক করে নিতে পারবে ডেলিভারি চলে যাবার পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না
* শুধু মাত্র রোবটিক্স প্রডাক্ট এর ক্ষেত্রে ক্রয়কৃত পণ্য ফেরত যোগ্য অথবা পরিবর্তন যোগ্য নয়।
*একটি খুব সাধারণ ইলেকট্রিক সংযোগে ভুল অথবা ইনভার্স পোলারিটি (পাওয়ার সংযোগ উল্টা) করলে একটি ডিভাইস খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো কানেক্ট করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
*কোনো প্রোডাক্টের প্রোগ্রামিং,সফটওয়্যার,ড্রাইভার ইত্যাদি যে কোনো টেকনিক্যাল কাজ অথবা সম্যসা কাস্টমারকে নিজেই সমাধান করতে হবে।
*কোনো টেকনিকাল সার্ভিস দরকার হলে তার জন্য আপনাকে অব্যশই আলাদা ভাবে পেমেন্ট করতে হবে।
*কোনো প্রোডাক্ট অর্ডার করলে তা আপনার জন্য সর্বোচ্চ ১ দিন পর্যন্ত আমরা হোল্ড করে রাখবো এর মধ্যে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কন্ফার্ম করতে হবে।
*ঢাকার ভিতরের অর্ডার গুলো আমাদের নিজেদের ডেলিভারি মেন এর মাধ্যমে ১-২ দিনের মধ্যে ডেলিভারি দেয়া হয়।
*ঢাকার বাহিরের প্রোডাক্ট গুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস, স্টেট ফাস্ট, পাঠাও কুরিয়ার, মাধ্যমে ডেলিভারি দেয়া হয় যা ২-৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
*কুরিয়ার সার্ভিসের নিজস্ব কোনো সমস্যা এর জন্য অথবা আপনি ফোন রিসিভ না করলে উক্ত সময় থেকে বেশি সময় লাগতে পারে। এরকম অনাকাঙ্খিত দেরির জন্য
Eee Tech Bd ( H&M Corporation Bd) কোনো ক্রমেই দায়ী নয়।
*কুরিয়ার সার্ভিসের ডেলিভারি এর জন্য আমরা কুরিয়ার সার্ভিসের কাছে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর এই তথ্যগুলো শেয়ার করে থাকি।
*ঢাকা মেট্রো এর ভিতর আপনি হোম ডেলিভারি পাবেন।
*ঢাকার বাহিরে কাস্টমার এর অর্ডার এর জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আগে পরিশোধ করতে হবে। (এই ২০০ বা ৫০০ টাকা আমরা প্যাকেজ পাঠানোর সময় মোট বিল থেকে বাদ দিবো)
*ঢাকার বাহিরে কন্ডিশনাল পেমেন্ট এর জন্য কুরিয়ার সার্ভিস প্রদত্ত চার্জ মোট বিলের সাথে যুক্ত হবে। (প্রথম হাজারে ২০ এবং পরবর্তী হাজারে ১০ টাকা)
*আমাদের ওয়েবসাইটে অর্ডার করার পর আমরা আপনাকে অর্ডার তথ্য বা আপডেট সম্বলিত ইমেইল ও মোবাইলে মেসেজ পাঠাবো। এবং অর্ডার কমপ্লিট হবার পরে প্রোডাক্ট রিভিউ করার জন্য ইমেইল ও মোবাইলে মেসেজ পাঠাবো। আপনাদের রিভিউগুলো আমাদের কাছে অতন্ত্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে আপনার রিভিউ অন্যদের প্রোডাক্ট কেনার ব্যাপারে সহায়তা করবে।
নোট : পণ্যের ছবি এবং বিবরণীর সাথে মিল থাকা সত্ত্বেও পণ্য গ্রহণ করতে না চাইলে ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
Address
House37/ Avenue5/ Bloak A/ Mirpur 6, Dhaka 1216
Phone
+8801999407770
Address
House37/ Avenue5/ Bloak A/ Mirpur 6, Dhaka 1216
Phone
+8801999407770
Dont have an account?
Register NowWarning: You cannot undo this action
Note: Don't Click to any button or don't do any action during account Deletion, it may takes some times.
Deleting Account Means:
If you create any classified ptoducts, after deleting your account, those products will no longer in our system
After deleting your account, wallet balance will no longer in our system